হাসিবা আলী বর্ণা

হাসিবা আলী বর্ণা কবি। জন্ম ১৯ মে ১৯৮১, ঢাকার গ্রিন রোডে। পুষ্টিবিজ্ঞানে স্নাতকোত্তর। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা বেছে নিয়েছেন, বিভিন্ন সংবাদমাধ্যমে দীর্ঘ সময় কাজ করেছেন। কর্মসূত্রে বিশ্বের বিভিন্ন দেশভ্রমণের অভিজ্ঞতা হয়েছে। বর্তমানে একাত্তর টিভির যুগ্ম বার্তা-সম্পাদক হিসেবে কর্মরত। লোকসংস্কৃতি, ইতিহাস ও নারীসহ বিবিধ বিষয়ে আগ্রহী হাসিবা আলী বর্ণার প্রবন্ধ ও কবিতা বিভিন্ন সময়ে দৈনিক ও অনলাইনে প্রকাশিত হয়েছে। ছবি তোলেন, সিনেমা দেখেন, আড্ডা দেন। কৈশোর থেকেই কবিতার নেশায় আসক্ত, প্রকাশিত কাব্যগ্রন্থ ‘শব্দকে বলি, না’ (২০১৬)।


Books of the Author