আবদুল মান্নান সৈয়দ (জ. ১৯৪৩, চব্বিশ পরগনা)। বাংলা ভাষা-সাহিত্যের অবসরপ্রাপ্ত অধ্যাপক। সব্যসাচী লেখক। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থ সংখ্যা শতাধিক। কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। তাঁর প্রথম কবিতাগ্রন্থ জন্মান্ধ কবিতাগুচ্ছ (১৯৬৭), প্রথম গল্পগ্রন্থ সত্যের মতো বদমাশ (১৯৬৮) এবং প্রথম প্রবন্ধগ্রন্থ শুদ্ধতম কবি (১৯৭২) আমাদের সাহিত্যের তিনটি ক্ষেত্রেই আলোড়ন সৃষ্টি করেছিল। ছোটগল্পে মান্নান সৈয়দ একটি নিজস্ব ভুবন সৃষ্টি করেছেন।
Books by the Author
|