রিচার্ড ম্যাক্সওয়েল ইটন (জন্ম ১৯৪০) একজন মার্কিন ইতিহাসবিদ, বর্তমানে ইউনিভার্সিটি অফ আরিজোনায় ইতিহাসের অধ্যাপক হিসেবে কর্মরত। ভারতীয় উপমহাদেশের ইতিহাস নিয়ে তার কাজ যুগান্তকারী। বর্তমানে তিনি বৈশ্বিক ইতিহাসের গবেষণাক্ষেত্র তৈরি এবং তুলনামূলক ইতিহাস নিয়ে কাজ করছেন।