অমিত হাসান সোহাগ গবেষক, লেখক ও শিক্ষক। শিউলী খাতুন ও মন্টু মিয়ার প্রথম সন্তান অমিত হাসানের জন্ম সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায়। বর্তমানে উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতায় যুক্ত আছেন। বগুড়া জেলার নন্দীগ্রাম পাইলট হাই স্কুল থেকে ২০০৯ সালে মাধ্যমিক এবং নন্দীগ্রাম টেকনিক্যাল এবং বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই গবেষণায় আগ্রহী হয়ে ওঠেন। স্নাতক অধ্যয়নকালে তার দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়, যার একটির বিষয় ছিল নৃগোষ্ঠী নাট্য; স্নাতকোত্তর পর্যায়ে গবেষণার বিষয় হিসেবেও ‘নৃগোষ্ঠী নাট্য’কে বেছে নেন। মাঠ পর্যায়ে প্রাপ্ত গবেষণা উপাত্তের ওপর ভিত্তি করে রচিত সাঁওতাল নৃগোষ্ঠী নাট্য: ডাঙ্গুয়া কারাম লেখকের প্রথম প্রকাশিত গ্রন্থ।


Books by the Author