আজমাল সোবহান চিকিৎসক হিসেবে সুনাম পেয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। রাজনৈতিক দ্বৈরথ ছাপিয়ে চিকিৎসক পেশার বিশ্বজনীনতার উপলব্ধি অথবা নিজের তত্ত্বাবধানে তরুণ একজন রোগীকে হারানোর মর্মস্পর্শী আখ্যানের পাশাপাশি দেশটিতে চিকিৎসক হিসেবে তাঁকে মুখোমুখি হতে হয়েছে যে-সব বিচিত্র ঘটনা, দৃশ্য ও অভিজ্ঞতার, সে-সবের বর্ণনা তিনি করেছেন নিস্তব্ধতার দিকে যাত্রা বইয়ে, যেগুলোর সাহিত্যিক ও মানবিক মূল্য অনেক। মার্কিন সমাজ ও প্রবাসজীবনের বহু সংকট নিয়েও আজমাল সোবহান তাঁর পর্যবেক্ষণগুলো জানিয়েছেন, যা পাঠককে অনেক কিছু ভাবতে উদ্বুদ্ধ করবে।
আজমাল সোবহানের একজন সার্জন হয়ে ওঠা থেকে শুরু করে হাসপাতালের জর