বইটি কলম যোদ্ধা হিসেবে পরিচিত এদেশের বিশিষ্ট প্রাবন্ধিক আবদুল হকের রোজনামচার নির্বাচিত অংশ। ১৯৫৩ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এই ভূখণ্ডের প্রধান প্রধান রাজনৈতিক ঘটনা ও সে সবের অন্তর্নিহিত তাৎপর্য অত্যন্ত সংক্ষেপে এই বইটিতে সংকলিত হয়েছে। বাংলাদেশ প্রতিষ্ঠার পূর্বাপর রাজনৈতিক ইতিহাসের বিভিন্নমুখী স্রোতধারা, রাজনৈতিক অঙ্গনের প্রধান প্রধান ব্যক্তিত্ব, তাঁদের ভূমিকা এবং বিশেষ করে এদেশের জনতার নিরন্তর সংগ্রামের এমন মনোগ্রাহী, তথ্যপূর্ণ ও নির্ভরযোগ্য চালচিত্র এদেশের প্রকাশনা জগতে খুবই বিরল। রোজনামচাটি তাই লেখকের একান্ত ব্যক্তিগত হলেও এদেশের অনুসন্ধিৎসু পাঠকের জন্য একটি উল্লেখযোগ্য তথ্যসূত্র হিসেবে বিবেচিত হবে বলে আশা করা যায়।
আবদুল হক (জন্ম: নবাবগঞ্জ, ১৯১৮) ১৯৪৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি এম. এ. পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাংবাদিকতা পেশায় যোগ দেন। ১৯৬৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি বাংলা উন্নয়ন বোর্ড ও বাংলা একাডেমিতে কর্মরত ছিলেন। প্রবন্ধ, গল্প, নাটক ও অনুবাদ সাহিত্যের বিভিন্ন শাখায় তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৮ টি। তিনি মূলতঃ প্রাবন্ধিক হিসেবে খ্যাতি অর্জন করেন এবং সাহিত্য কর্মের স্বীকৃতি হিসেবে অন্যান্য পুরস্কারসহ দাউদ সাহিত্য পুরস্কার (১৯৬৮) ও বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৪) লাভ করেন।